বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙ্গে গুরুতর আহত মুসল্লি

মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

জানা গেছে,  বৃহস্পতিবার রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যায়।  মুসল্লিরা সিজদায় গেলে আকশ্মিক কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচের  দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন আংশে আঘাত লাগে। 

 

আহতরা হলেন, নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০),  মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়া (১০) সহ আরও কয়েকজন। 

 

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলেই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।