বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী রেজাউল ইসলামকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় গনেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, সতীহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা দেওয়ান ময়েন উদ্দিনসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গসংঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুরে সতীহাট বাজারের সাফিয়া মেশিনারীজ (ওয়েল্ডিং) এন্ড ভ্যারাইটি স্টোর নামের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ভূক্তোভূগী দোকান মালিক।