বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার

নওগাঁর মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন এক অসহায় পরিবারের লোকজন । ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের
ভদ্রসেনা গ্রামে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন তারা। এছাড়াও প্রতিপ¶ের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ওই অসহায় পরিবারের লোকজন। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন তারা। স্থানীয়রা জানান, ভদ্রসেনা গ্রামের মৃত অহির উদ্দিন মন্ডলের ছেলে মোকলেছুর রহমানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আতোয়ার রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আইনকে বৃদ্ধাংঙ্গুলী দেখিয়ে ভূক্তভোগী অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছে প্রতিপ¶ের লোকজন। এ বিষয়ে প্রতিপ¶ের আতোয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে
আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করিনি। যদি আমার ভিতরে তারা জমি পেয়ে থাকে তাহলে আমি দিতে রাজি আছি। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপে¶ে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আইনী প্রক্রিয়া শেষে আজিজুল হক মন্ডল (৫০) নামে এক ভ্যান চালকের লাশ দাফন করা হয়েছে। সোমবার বিকেলে ময়না তদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ভ্যান চালক আজিজুল হক কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা হাজী পাড়া গ্রামের মৃত পরশতুল্যাহ মন্ডলের ছেলে বলে জানা গেছে। মান্দা থানার ওসি তদন্ত মেহেদী মাসুদ বলেন,গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত শিব নদী এবং আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধের পাশ থেকে নিহতের লাশটি উদ্ধার করে সোমবার সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বড় ছেলে বেলাল বলেন, তার বাবা পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিন সন্ধ্যা ৭/৮ টার দিকে বাড়িতে ফিরে আসতো। অথচ,গত শনিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যাবহৃত ফোনটিও বন্ধ ছিলো। কোথাও কোন খোঁজ
পাওয়া যাচ্ছিলো না। যারা এই হত্যা কান্ডের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই।