বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

পাংশায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

পাংশায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার (২৭ মার্চ) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন - পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার কে এম নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন প্রমুখ।

 

শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে ৩১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে ১৭ জন ও  সাধারণ বৃত্তি পেয়েছে ১৪ জন। অনুষ্ঠানে কৃতি সকল শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।