বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মান্দা মমিন শাহানা সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

নওগাঁর মান্দায় গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে মান্দা মমিন শাহানা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়। মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম বলেন, ২৫ শে মার্চ বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাসের বর্বরোচিত ও নিকৃষ্টতম, কলঙ্কজনক, জঘন্যতম গণহত্যার এক কালো অধ্যায়। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিবছরের ন্যায় এবারেও “মান্দা মমিন শাহানা সরকারি কলেজ”-এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।