পাংশায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
পাংশা টুংগীপাড়া এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে রাজ্জাক মুন্সি নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৯ঃ৩০ মিনিটের দিকে পাংশার কুড়াপাড়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে, নিহত ডেকোরেটর ব্যবসায়ী কুড়াপাড়া আব্দুল হাইয়ের ছেলে। এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান ডেকোরেটর ব্যবসায়ী রাজ্জাক মোটরসাইকেল নিয়ে কুরাপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী গামী টঙ্গীপাড়া এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় মোটরসাইকেলটি ভেঙ্গে মুছরে যায়। এই রেল ক্রসিং টি উন্মুক্ত এতে কোন বেরিকেট ছিল না। রাজবাড়ী রেলওয়ে থানার এসআই শহিদুল ঘটনার নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়েছি এবং ঘটনা স্থল পরিদর্শন করেছি। নিহত আব্দুর রাজ্জাক পাংশা উপজেলা চত্বর থেকে নাস্তা করে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিম এর বড় ভাই।
