রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছে মিলেছে পৌনে তিন কেজি স্বর্ণ। তার পেটে লুকিয়ে রাখা আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বৃহস্পতিবার (২৩ মার্চ)  সকালে দুবাই থেকে বিজি-১৪৮  ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার (২.৭ কেজি প্রায়) উদ্ধার করে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।
তিনি জানান, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।