বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হতো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:০২ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন পর্যন্ত আমাদের ধারণা ছিল না যে এটা কি হতে পারে। ধীরে ধীরে কাজ করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সময় আরেকটি বিষয় এলো, সেটা হলো স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী এখন সে লক্ষ্যেই কাজ করছেন। তবে বঙ্গবন্ধু আজ জীবিত থাকলে স্মার্ট বাংলাদেশ অনেক আগেই বাস্তবায়ন হতো।
বুধবার (২২ মার্চ) প্রেস ক্লাবে আয়োজিত দৈনিক মানবতার কণ্ঠের প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই তিনি দেশের কৃষিখাত, অর্থনীতিকে সুসংহত করার কাজ করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হতে শুরু করল, তখনই তাকে ঘাতকের দল হত্যা করে। আজ সাংবাদিকদের যেসব দাবি দাওয়া, আহাজারি রয়েছে, বঙ্গবন্ধু থাকলে সেগুলো পূরণ হতো। আমরা আশা করছি, শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সবকিছুই বাস্তবায়িত হবে।
দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক আফরোজা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
