ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পিটিয়েছে যুবলীগ নেতাকে
লাকসাম প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার
লাকসামে ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পিটিয়েছে যুবলীগ নেতাকে
কুমিল্লার লাকসাম পৌরশহরের ২নং ওয়ার্ড কুন্দ্রা গ্রামের উত্তর পাড়ায় নিজ জমিতে ছাগলে ধান খাওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী কায়দায় ছাগলের মালিক পক্ষের বেদম পিটুনি খেয়েছে ওয়ার্ড যুবলীগ নেতা শহীদুল ইসলাম (৩৪)। তিনি
ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গল দুপুরে ওই গ্রামের উত্তর মাথায় মসজিদের সামনে। এ ব্যাপারে আহত যুবলীগ নেতার বোন নুরুন নাহার বেগম বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আমলী আদালতে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করে। সিআর মামলা নং ১৬৭/২৩।
মামলার অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুপুরে জমির মালিক ওয়ার্ড যুবলীগ নেতা শহীদুল ইসলামের ধানী জমিতে ২/৩টি ছাগল ধান খাচ্ছে খবর পেয়ে ওই জমিতে উপস্থিত হয়ে ধান খাওয়া অবস্থায় ৩টি ছাগল আটক করে পাশ্ববর্তী
তার আপন বোনের বাড়ীতে বেঁধে রাখে। কিছুক্ষনের মধ্যে ছাগলের মালিক শাহাদাত (২৮), মাসুদ আলম (৩৫) ও তাদের মা ছফরের নেচ্ছা (৬০) ঘটনাস্থলে এসে আটককৃত ছাগলের মালিক দাবী করে জমির মালিক শহিদুল ইসলাম ও স্বজনদের সাথে ঝগড়া- বিবাদে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্বে শত্রুতার
জের ধরে ছাগলের মালিক শাহাদাত ও মাসুদ ২ ভাই মিলে জমির মালিক যুবলীগ নেতা শহিদুল ইসলামের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। উভয়পক্ষের আত্মচিৎকারে স্থাণীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং গুরুতর আহত যুবলীগ নেতা শহিদুল ইসলামকে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত ৩ জনের
বাড়ী লালমাই উপজেলার পেরুল দক্ষিন ইউপির লুধুয়া গ্রামে। এ ব্যাপারে অভিযুক্তসহ স্থানীয় একাধিক গন্যমান্য ব্যাক্তিদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
