বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জিল্লুল হাকিমের ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২২ মার্চ ২০২৩ বুধবার

কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জিল্লুল হাকিমের ম্যুরাল উদ্বোধন ও আবুল মাহমুদ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জিলুল হাকিম 

কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জিল্লুল হাকিমের ম্যুরাল উদ্বোধন ও আবুল মাহমুদ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জিলুল হাকিম 

কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জিল্লুল হাকিম এমপি'র ম্যুরাল উদ্বোধন ও আবুল মাহমুদ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২১ (মার্চ) মঙ্গলবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম- বলেন আমাদের সরকার দেশের প্রতিটি বিদ্যালয়ের উন্নয়ন করে চলছে। সামনে জাতীয় নির্বাচন এ নির্বাচনে সকলে ঐক্যবন্ধ থেকে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুণ্ডু, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আক্তার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অঞ্জলী রানী প্রামানিক, হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাঁড়ীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ সকল শিক্ষক মন্ডলী, অবিভাবকগন, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।