বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার

“ডিজটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। গত সোমবার(২০ মার্চ) সকালে পুলিশ লাইন্সে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।
আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রোকনুজ্জামান সরকার প্রমুখ।
বক্তারা বলেন, নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। এ সময় বক্তারা নারীদের মেধা-মনন, চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সকল নারী পুলিশ সদস্যের হাতে উপহার তুলে দেন অতিথিরা।