চট্টগ্রামে জুতার স্টক রুমে ভয়াবহ আগুন
মুহাম্মদ বশির আহমাদ
প্রকাশিত : ১২:০৭ এএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
গতকাল সোমবার সন্ধ্যা ৭.৫৬ মিনিটে চট্টগ্রাম পতেঙ্গার পশ্চিম মুসলিমাবাদে ভয়াবহ আগুন লাগে জুতার স্টক রুমে। মুহাম্মদ একরামুল ইসালমের ভাড়ার ঘরে রিয়াদ নামের একজন ২ টা রুম ভাড়া নিয়ে থাকতেন। দুইটা রুমের একটাতে জুতার স্টক আরেকটাতে কর্মচারী সহ ৩ জন থাকতেন। হঠাৎ জুতা স্টক রুম থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। গতকাল ঈদ উপলক্ষে ২ লক্ষ টাকার জুতার স্টক নিয়ে আসেন মালিক রিয়াদ।
এলাকার মানুষের দাবি কারেন্ট না থাকায় কয়েল, মোমবাতি বা সিগারেটের আগুন জুতার স্টক রুমে আগুন লেগে যায় আস্তে আস্তে আগুন ছড়িয়ে যায় প্রায় ৩৩ টা ঘরে। মানুষের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা যায় তবে বাড়ির ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লক্ষ টাকার।
জুতার স্টকের মালিক রিয়াদ সাহেব দাবি করে তারা কেউই ওই রুমে থাকতো না। ওখানে কয়েল বা মোমবাতি বা সিগারেট খাওয়া কথাটা একেবারেই ভুল। তারা কারেন্ট না থাকায় ঘর তালা মেরে বাহিরে চা খেতে যায়, এরিমধ্যে লেগে যায় ভয়াবহ আগুন।
এনিয়ে মামলা দায়েল করা হয় চট্টগ্রাম পতেঙ্গা থানায় পুলিশ এর তথ্য বের করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। সঠিক তথ্য জানার জন্য অপেক্ষমান এলাকার সাধারণ জনগন।
