বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

শ্রীনগরে ১ হাজার টাকা জন্য বৃদ্ধা মহিলাকে পিটিয়ে আহত থানায় মামলা

চাটখিল উপজেলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

নোয়াখলার শ্রীনগরে ১ হাজার টাকা লেনদেনের বিরোধে, বৃদ্ধা মহিলাকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা

নোয়াখলার শ্রীনগরে ১ হাজার টাকা লেনদেনের বিরোধে, বৃদ্ধা মহিলাকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা

মাত্র ১ হাজার টাকা লেনদেনের ঘটনা কে কেন্দ্র করে,কোহিনুর বেগম (৬৫) নামের এক বুদ্ধ মহিলা কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই লোম হর্ষক  ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার, নোয়াখলা ইউপির শ্রীনগর গ্রামের বড় বাড়ীতে। এ ব্যাপারে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯(৩) ২০২৩। 

 

ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৮ মার্চ সকাল ১০ টায় কোহিনূর বেগম অগ্রানী ব্যাংক খিলপাড়া শাখা থেকে আসামীদের ৬৫ হাজার তুলতে যায়। ওই একাউন্টে ৬৫ হাজার টাকা জমা থাকায়, ব্যাংক কর্তৃপক্ষ এক হাজার টাকা জমা রেখে ৬৪ হাজার টাকা প্রদান করে। কোহিনুর বেগম বাড়িতে এসে ৬৪ হাজার টাকা বুঝিয়ে দেওয়ার পর, আসামী মো: ফজলুর রহমান সমীর, ফাতেমা বেগম মুন্নী, নুর নাহার অবশিষ্ট ১হাজার টাকার জন্য কোহিনূর বেগমের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে আসামী ফজলুর  রহমান সমীর উত্তেজিত কোহিনুর বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় অন্যান্য আসামিরা বজলুর রহমান সমীরকে না আটকিয়ে কোহিনুর বেগমকে পিটাতে সহায়তা করে।

 

বৃদ্বা  কোহিনুর বেগমের ডাক চিৎকার স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চাটখিল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে কোহিনূর বেগম কে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে কোহিনুর বেগম সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে আসামি ফজলুর রহমান সমীরের বিদেশ যাওয়ার কাগজপত্র  প্রস্তুত রয়েছে। যে কোন সময় সে বিদেশ  চলে যেতে পারে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

 

এই ধরনের ন্যাক্কারজনক  ঘটনা আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন দৈনিক  তরুন কণ্ঠ  কে জানায় , বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহনে পুলিশ তৎপর রয়েছে।