বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

ঝালকাঠিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২৩ রোববার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে ঝালকাঠিতে  প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ শুরু হয়েছে।  বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ১৯-৩-২৩  তারিখ সকাল ৯ টায় খেলা উদ্বোধন করেন ঝালকাঠি জেলার ক্রীড়া  সংস্থা সাধারণ  সম্পাদক আলমামুন খান ধলু। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  তরুণ কুমার কর্মকার, নির্বাহী সদস্য হানিফ মাহমুদ, সাবেক নির্বাহী সদস্য তমাল খলিফা,  জেলা ক্রিকেট কোচ আখতারুজ্জামান নয়ন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত আম্পায়ার  মোঃ রুবেল খান ও মোঃ বাপ্পি।   উদ্বোধনী খেলায় ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয় বনাম উদ্বোধন মাধ্যমিক বিড়দ্যালয় অংশগ্রহণ করে। ৮ উইকেটে জয় লাভ করেছে সরকারি উচ্চ বালক বিদ্যালয়। টসে জিতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়  উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয়কে ব্যাট করার আহ্বান জানায়। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ৩০ ওভারে ১১৪ রানে করে। লাঞ্চ শেষে ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৫ রান কর জয় লাভ করে।  সরকারি উচ্চ বালক বিদ্যালয়  স্পিনার বিজয়ী দলের রাকিব খান ৯ ওভার বল করে ৪ উইকেট লাভ করেছেন, ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে  ইসলাম খলিফা ৫৩ বলে ৫৪ রান করে এবং ৯  ওভার বল করে ১ উইকেট লাভ করে।