বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় মামলা -২৫, গ্রেপ্তার  - ১৯৩ জন

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসা কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে -২৫ টি। এর মধ্যে সদর থানায়  -২০ টি ও বোদা থানায়  -৫টি। এ ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন -১৯৩ জন। অজ্ঞাত আসামী প্রায় ১৬/১৭ হাজার। জানা গেছে  যৌথ অভিযানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সমগ্র জেলায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে । পুরুষ শূন্য হয়েছে অনেক পরিবার। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রকৃত দোষী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। উল্লেখ্য গত (৩,৪,৫- মার্চ) পঞ্চগড় আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসা অনুষ্ঠান'কে ঘিরে জেলা শহর ও আহমদ নগর এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহষ্পতিবার (০২-মার্চ) সড়ক অবরোধ, শুক্রবার ও শনিবার(৩,৪-মার্চ) ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। আহমদিয়া সম্প্রদায়ের ১৯০ টি বাড়ি ও ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ অফিস ও তাদের একটি বক্সে অগ্নিসংযোগ করা হয়েছে। আরো একটি বক্স ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু ও অনেকেই আহত হয়েছেন। পুরো ঘটনাটি সু- পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এবং প্রশিক্ষিত ক্যাডারদের দিয়ে নাশকতা করা হয়েছে বোলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে । ঘটনার ১১/১২ দিন অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সক্রিয় রয়েছে।