মানবাধিকার চর্চা ও বাস্তব প্রয়োগে অভ্যস্ত হতে হবে
প্রকাশিত : ১১:১৬ এএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
আমরা যতক্ষণ পর্যন্ত মানবাধিকার চর্চা ও বাস্তব প্রয়োগে অভ্যস্ত না হয়ে উঠব, ভিন্নমতের প্রতি সহনশীল হয়ে শ্রদ্ধা করতে না শিখব, ততদিন পর্যন্ত তা কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে না।
বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপক্ষ্যে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলায় অনুষ্ঠানে এ কথা বলেন সাংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম খলিল (মজুমদার)।
সমাজের পারিপার্শ্বিকতা, জাতীয় নেতৃত্বের অবস্থান, সব শ্রেণি-পেশার মানুষের মূল্যবোধ, সামাজিক প্রগতিতে আস্থা, ইতিবাচক পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার ও যথাযথ ভূমিকা পালনের সদিচ্ছা ও আন্তরিকতা এ ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য।
শিশুর শারীরিক-মানসিক-নৈতিক ক্ষতি যাতে না হয়, রাষ্ট্রকে তার ব্যবস্থা নিতে হবে। কোনো শিশুকে যুদ্ধে বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। শিশুর সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে।
সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতির শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষাচর্চার অধিকার রক্ষা করতে হবে। প্রতিটি শিশুর অবকাশ যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার রয়েছে। অর্থনৈতিক শোষণ এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুর বিরত থাকার অধিকার রক্ষা করতে হবে। শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে।
অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। সহ সংগঠনের সকল নেতা কর্মিরা।
