দেশসেরা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
চাঁপাইনবাবগঞ্জ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) দেশসেরা নির্বাচিত হয়েছে। দেশের ৬৭টি পিটিআই-এর মধ্যে প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর জন্য নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি।
রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই-এর সুপারিনটেনডেন্ট রবিউজ্জামানের হাতে শ্রেষ্ঠ পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এর আগে বিভাগীয় পর্যায়ে দুই বার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়াসহ নানা কার্যক্রম করে আসা চাঁপাইনবাবগঞ্জ পিটিআই।
চাঁপাইনবাবগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট রবিউজ্জামান বলেন, শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ প্রদান করে মানসম্মত শিক্ষক তৈরিতে বরাবরই ভূমিকা রেখে আসছে চাঁপাইনবাবগঞ্জ পিটিআই। প্রশিক্ষণের সব ক্লাস ডিজিটাল কনটেন্টের মাধ্যমে নেওয়া হয়। এখানে থাকা পরীক্ষণ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমেও ডিজিটাল কনটেন্ট ব্যবহার হয়ে আসছে। এর ফলে এখানকার ফলাফলও ভালো হয়েছে ধারাবাহিকভাবে।
রবিউজ্জামান আরও বলেন, ‘এখানে সাজানো-গোছানো পরিবেশে শ্রেণি পাঠদানের বিষয়ে শিক্ষা নেন শিক্ষকরা। পরে তারা এ বিষয়গুলো তাদের নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে প্রয়োগের চেষ্টা করেন। সকল সহকর্মীর চেষ্টার কারণে আমরা শ্রেষ্ঠ হতে পেরেছি। এটি আমাদের জন্য যেমন ভালোলাগার বিষয়, তেমনি চাঁপাইনবাবগঞ্জের জন্য আনন্দের।’
এদিকে, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, পিটিআই চাঁপাইনবাবগঞ্জ এর কর্মকাণ্ডের সাথে জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে প্রতিষ্ঠানটিকে আরো যুগোপযোগী করে তুলতে অবদান রাখছে। ক্রিয়েটিভ টিচার্স ফোরামের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের আধুনিক প্রযুক্তি ও আইসিটিতে দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা এই খাতে প্রত্যক্ষভাবে অবদান রাখবে অদূর ভবিষ্যতে। এরই মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
