বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

আগামীকাল রাজশাহী আসছেন ধর্ম প্রতিমন্ত্রী

​​​​​​​রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি দুই দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) রাজশাহী আসবেন।তিনি সড়কপথে সকাল সাড়ে নয়টায় রাজশাহী সার্কিট হাউসে এসে পৌঁছবেন। 

এদিন তিনি সকাল দশ’টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন।

বুধবার (১৫ মার্চ) প্রতিমন্ত্রী সকাল দশ’টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত:ধর্মীয় সংলাপে যোগদান করবেন।

বুধবার তিনি বিকাল সাড়ে পাঁচটায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।