বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১২ মার্চ ২০২৩ রোববার
নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপ পরিচালক মুনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন, পিএসএফ প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আজাদুল হক,
অভ্যন্তরীন নিরীক্ষা কর্মকর্তা আয়ুব আলী, মান্দা মমিন সাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চু, সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্য¶ লুৎফর রহমান, জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক মনোয়ারা বেগম প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মামুনুর রশীদ, সাবেক প্রধান শি¶ক বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, আবু তালেব,
মোজাম্মেল হক, সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ নওগাঁ অঞ্চলের সকল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এবং সতীহাট শাখার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
