কমলগঞ্জ ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ
প্রকাশিত : ০১:১০ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার

মৌলভীবাজার কমলগঞ্জ ছেলের দেয়ন্তী হাতে নুনিয়া (৫১) নামক এক মা খুন হয়েছেন।ঘাতক ছেলের নাম সাধন নুনিয়া (২৩)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়ন এ আলিনগর চা বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচার জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়া কে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাধন।
মায়ের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দেয়ন্তী কে ক্যামেলীয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আট টায় তার মৃত্যু হয়। নিহত দেয়ন্তী নুনিয়া আলিনগর চা বাগানের মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী ছিলেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক ছেলে সাধন নুনিয়াকে ধরতে পুলিশ সাড়াশি অভিযানে নেমেছে।