বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৫ মার্চ ২০২৩ রোববার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ আবদুল কাইয়ুম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আবদুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, চোন হোম সোর্সিং (এইচ.কে) এর পরিচালক মোঃ ফারুক রায়হান, বিদ্যালয়ের সদস্য ইঞ্জি. মোমিনুল হক, নেয়ামত উল্যাহ, ছালাউদ্দিন সুমন।
স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিরাজ। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেষ্ট ও অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক ও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।