বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৫ মার্চ ২০২৩ রোববার

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কাজী মো. শাহাবুদ্দীন-মাওলানা মো. মামুনুর রশীদ প্যানেলর ১৫ জন এবং সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেলের ২ জন নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মেসার্স হায়দার এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মামুনুর রশীদ ছাতা প্রতীকে সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মেসার্স আল মদিনা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন চশমা প্রতীকে ১১২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। 

এছাড়াও পর্যায়ক্রমে মো. আকতার পেয়েছেন ঘোড়া প্রতীকে ১০৬ ভোট, সাঈদী হাসান কাপ-পিরিচ প্রতীকে ১০৬ ভোট, মাসুদ রানা হাত-পাখা প্রতীকে ১০২ ভোট, মোঃ আলমগীর (জুয়েল)সিলিং ফ্যান প্রতিকে ১০১ ভোট, কাজী শাহাবুদ্দীন দোয়াত-কলম প্রতীকে ১০০ ভোট, আসাদুল হক ঘুড়ি প্রতীকে ১০০ ভোট, সাহিনুল ইসলাম গরুর গাড়ি প্রতকে ৯৮ ভোট, শফিকুল ইসলাম তাজেল তাল গাছ প্রতীকে ৯৬ ভোট, আরিফ হোসেন সূর্য প্রতীকে ৯৩ ভোট, রবিউল ইসলাম কবুতর প্রতীকে ৯০ ভোট, মো. নুর আমিন আনারস প্রতীকে ৮৯ ভোট, মো. জাইদুল ইসলাম হাঁস প্রতীকে ৮৭ ভোট, কামাল আহমেদুজ্জোহা টেবিল ফ্যান প্রতিকে ৮৬ ভোট, যুবরাজ আলম মানিক প্রজাপতি প্রতীকে ৮৫ ভোট, মিজান সাহেব হারিকেন প্রতীক ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য, শনিবার (০৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে মোট ৩৪ জন ও প্যানেল ছাড়া ৬ জন মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সোনামসজিদ আমদানী ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৪ ভোট প্রদান করে।