বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৫ মার্চ ২০২৩ রোববার

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে আনোয়ারা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত আনোয়ারা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের চকনন্দরামপুর গ্রামের পিয়ার বকস্ সরদারের স্ত্রী।

শনিবার রাত ১ টার দিকে গনেশপুর ইউনিয়নের চকনন্দরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বসতবাড়ি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবারের লোকজন দাবী করেন।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার শফিউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনা সহ নিহতের মরদেহ উদ্ধার করা হয়।