মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

রাজশাহী স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নিহাল খান,রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৫ মার্চ ২০২৩ রোববার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম সাক্ষরিত এই বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আহ্বান করা হচ্ছে।আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।

 

প্রাথমিক আবেদনকারীর মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব আপডেট পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) তে।

প্রসঙ্গত,এবার রাবির ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে (এ, বি, সি) অনুষ্ঠিত হবে।বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে এক ঘণ্টা।প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।