চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ মার্চ ২০২৩ রোববার

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর কার্যালয়ের চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-ইল-ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আকতার, সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সভায় জানানো হয়, জেলার ৫ টি উপজেলায় ১ লাখ ১৮ হাজার ৬০৫ জন নতুন ভোটার সংযোজন হয়েছে এবং ২৪ হাজার ৫৪৮ জন ভোটার মৃত্যুজনিত কারণে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।