বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

পাংশার ইউএনওকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:১৮ এএম, ৫ মার্চ ২০২৩ রোববার

পাংশা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মাদ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল-আমিনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।