বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জাতীয় বীমা দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর কার্যালয়ের চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় অংশগ্রহণকারীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর, পপুলার ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার মোঃ আওরঙ্গজেব, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি উসমান গনি, মেটলাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি মোঃ মিলন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জেলা ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের এরিয়া ম্যানেজার আশরাফুল আলম সিদ্দিকী, চেম্বারের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বীমার গুরুত্ব ও সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।