বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

পটুয়াখালীতে জেলা আইনজীবী সমিতির ২০২৩/২০২৪ ফোরাম নির্বাচিত

মোঃ জামাল আকন পটুয়াখালী

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জাকির হোসেন মঞ্জু মৃধা নির্বাচীত হয়েছেন।পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।গত ৫ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম আহাদ দুলু নির্বাচনের তফসিল ঘোষনা করেন।এ তফসিল মোতাবেক ১২ ফেব্রুয়ারী রবিবার বেলা ১০.৩০ মিনিট হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও গ্রহন। বিকেল ৩ ঘটিকায় মনোনয়নপত্র বাছাই ও বেলা ৪ ঘটিকায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ১৩ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল ৩ টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ।২২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১ টায় প্রতিদ্বন্দী প্রার্থীদের পরিচিতি সভা এবং ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।উল্লেখ্য নির্বাচনে ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জাকির হোসেন মঞ্জু মৃধা নির্বাচীত হয়েছেন।এ ছাড়াও সহ সাধারণ সম্পাদক  পদে এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম রকি, লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট মোঃ আনোয়ার হোসাইন এবং সদস্য পদে এডভোকেট মোঃ তারিকুল ইসলাম শামীম নির্বাচীত হয়েছেন ।এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মনোনীত সহসভাপতি পদে এডভোকেট আবদুস সালাম, সহ সাধরন সম্পাদক  পদে অ্যাডভোকেট ফেরদৌস আরা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শাহিন আলম, সদস্য পদে এডভোকেট আবু তালেব রাসেল নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে উকিল বারের ৪৬৭ জন সদস্য ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মাদ  গোলাম আহাদ দুলু।