অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো
শাহরিয়ার ইসলাম শ্রাবণ
প্রকাশিত : ১০:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
অল্পের জন্য বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন। ভাটিয়ারী স্টেশনের আউটার সিগন্যাল পর প্রায় ৪০ ফুট লাইন সম্পুর্ণ বাঁকা হয়েছিল। প্রায় ৭০ কি.মি স্পিডে থাকা অবস্থায় ইমারজেন্সি ব্রেক ধরে কোনো রকমে লাইনে ছিল, প্রায় পড়েই গেছিল। এলএম লোকোমাষ্টার নাজমুল সাহেবের দক্ষতা হাজারো যাত্রী দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো।
