চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে নষ্ট এক্সেভেটর
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ:
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জ সদরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে একটি মাটিকাটার মেশিন এক্সেভেটর। আগুনে পুড়ে মেশিনটি সম্পূর্ণ কাজের অনুপযোগী হয়ে নষ্ট হয়ে গেছে। গতকাল রাতে উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা পাইকরতলা এলাকার একটি মাঠে এ ঘটনাটি ঘটে।
যৌথ মালিকানায় থাকা মেশিনটি ভাড়ায় বালু উত্তোলন, পুকুর খনন কাজে ব্যবহৃত হত।
এক্সেভেটর মেশিনের দুই মালিক হলেন, পৌরসভার নয়াগলা এলাকার রবিউল ইসলাম ও আব্দুল মান্নান।
মালিকদের একজন রবিউল ইসলাম জানান, সোনারমোড় এলাকার একজন মেশিনটি ভাড়া নিয়ে রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলনের কাজ করছিলো। সন্ধ্যা ঘনিয়ে এলে মাটি কাটা বন্ধ করে মেশিনটি সেখানে রেখেই সবাই বাড়িতে চলে আসে। রাত পৌনে ১১টার দিকে মেশিনে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারি।
এ বিষয়ে আমার ব্যবসায়ীক অংশীদার আব্দুল মান্নান গত রাতেই থানাতে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ব্যাক্তি মালিকানাধীন একটি এক্সেভেটর মেশিনে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এক্সেভেটরের অপর মালিক আব্দুল মান্নান জানান, মাটিকাটা কাজের জন্য মেশিনটি ভাড়ায় নিয়ে আসা হয়েছিল। সেটি আগুনে পুড়িয়ে দেয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
