জয়পুরহাটে নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজ কৃতি সংবর্ধনা অনুষ্ঠান
মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক কৃতি সংবর্ধনা- ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে নর্থ বেঙ্গল কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম এর সভাপতিত্বে কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজ জয়পুরহাট এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম, মাতৃভূমি অটিজম একাডেমির তিষ্ঠাতা পরিচালক আ স ম মোক্তাদির তিতাস, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া বারিক, শিক্ষার্থী অভিভাবক কালাই মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। পরে নর্থ বেঙ্গল কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে নর্থ বেঙ্গল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ সেরা
প্রতিযোগী ধারকী মোদন মোহন স্কুলের ৫ শ্রেণীর ছাত্রী অসনিয়া মানসিব কে নগদ ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ও শ্রেণী ভিত্তিক মেধাবী ছাত্র- ছাত্রীদের ক্রেস্ট প্রদান, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
