রামগঞ্জ বিলাসীতে আপন ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ, আহত -২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই জন। উপজেলার ৭ নং টেপ্রিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় দীর্ঘদিন ধরে তাদের পরিবারের নিজেদের মধ্যে বিরোধ চলমান। পারিবারিক ভাবে জমি নিয়ে বিরোধ ও মাঝে মাঝে মারামারি ও হানাহানির ঘটনা ঘটে। গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ১২ টার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় দুইজন, মো: আবু সারোয়ার চৌধুরী (৫৫) পিতা মৃত নজির উদ্দিন চৌধুরী সাং রামগঞ্জ বিলাসী চৌধুরী পাড়া ট্রেপ্রিগঞ্জ ,দেবীগঞ্জ , পঞ্চগড়।
আবু সারোয়ার চৌধুরী জানান, আমার পিতার মৃত্যুর পর আমার বাবার যে জায়গায় জমি রয়েছে তা আমি ঠিক মতো হিস্যা অনুযায়ী বুঝে পাইনি। আমার জায়গায় জমির কাগজপত্র সঠিক ভাবে তথ্য দেয়নি আমার দুই ভাই ।আমাকে জায়গায় জমি না দিয়ে তারা বিভিন্ন ভুমি দস্য দালাল চক্রের সাথে জরিত হয়ে আমাকে না জানিয়ে জমি বিক্রি করেছে। আমার জমি ও কাগজপত্র সঠিক না পেয়ে কোর্টে মামলা দায়ের করি । দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলে উক্ত মামলা রায়ও আমার পক্ষে দিয়েছে আদালত। তার পরও আমি জমি বুঝে পাইনি। আমি দেবীগঞ্জ থানায় সুষ্ঠু বিচারের জন্য অভিযোগ দায়ের করি। গতকাল ২৬ ফেব্রুয়ারি আমি দেবীগঞ্জ থানায় কথা বলি এবং উভয় পক্ষ থানায় জানিয়ে আপোষ করার জন্য বসলে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে আবু সারোয়ার চৌধুরীর আপন দুই ভাই মোঃ গোলাম হাফিজ (৫০)ও আবু কালাম ( ৪৫) উভয়ের পিতা মৃত নজির উদ্দিন তারা দুই ভাই বলেন আমরা পারিবারিক ভাবে আপোষ করে নিবো। তারা সুন্দর সুষ্ঠু ভাবে বিচারের জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে জমি মাপ জরিপ করে সীমানা নির্ধারণের জন্য সিমেন্টের পিলার স্থাপন করেন। আবু সারোয়ার চৌধুরী পরে আপোষ করা জন্য কথাবার্তা বললে সেখানে কথাকাটাকাটি এক পর্যায়ে বিরোধ সৃষ্টি ও মারামারি শুরু হয়। এবং ঘটনা স্থলে আবু সারোয়ার চৌধুরীর সহযোগিতা কারী দুইজন আহত হন। আহতরা হলেন, ১। হামিদুল ইসলাম (৬০) পিতাঃ অজ্ঞাতনামা ২। সামছুল হক (৫৫) পিতা মৃত: আমির উদ্দিন উভয়ের সাং সবুজ পাড়া দেবীগঞ্জ, পৌরসভা। বর্তমানে তারা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তিরা জানান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ এক জন ইউপি সদস্য হয়ে আমাদের দুজনকে গায়ে হাত তুলেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এই বিষয়ে গনমাধ্যম কর্মীরা ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাদের ছাড়াতে গিয়েছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এ ঘটনায় অদ্য (২৭- ফেব্রুয়ারি) সোমবার দুপুর ২টার সময় গতকালের মারামারি ও সংঘাতের ঘটনায় তার দুই ভাই গোলাম হাফিজ ও আবু কালাম কে জিজ্ঞেস করলে উনারা বলেন, আমরা সবাই মিলে আবু সালোয়ারের জায়গায় জমি ঠিক মতো বুঝিয়ে দিয়েছি। সে আমাদের সাথে জমি নিয়ে পায়তারা খেলছে। সে মিথ্যা কথা বলছেন।এলাকাবাসী গণমাধ্যম কর্মীদেরকে জানায়
কালকের আপনারা যে সীমানা নির্ধারণ পিলার দেখেছেন আজ সকালে কে বা কাহারা ভেঙ্গে ছুরে ফেলেছে। এই বিষয় নিয়ে দেবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মারামারি এখন পর্যন্ত কোনো অভিযোগ ও মামলা হয়নি।
