চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময়
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও আগামীর সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রে (আম গবেষণা কেন্দ্র) এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাক ড. পলাশ সরকার, হর্টি কালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামানিক, সাবেক বৈজ্ঞানিক কর্র্মতা ড. জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ স্থানীয় গনমাধ্যম কর্মী, আম সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বাগান মালিকরা।
সভায় আম উৎপাদন, বিপণন ও রপ্তানি বিষয়ে আলোচনা করা হয়।
