মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

যাত্রাবাড়ীতে ১৮ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৮ লাখ টাকা সমমূল্যের ৬০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ মামুন (৪০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
র‌্যাব জানায়, মামুন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৫৮০ উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক আরও বলেন, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।