নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
মান্দা নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
নওগাঁর মান্দায় “নবগ্রাম উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মান্দা সদর
ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলে একটানা
ভোটগ্রহণ।
এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ৯ জনের মধ্যে ১০৫ টি ভোট পেয়ে
আরেফিন, ৮৭ টি ভোট পেয়ে ফজলু প্রামানিক, ৮৪ টি ভোট পেয়ে সাইফুল
ইসলাম এবং ৬১ টি ভোট পেয়ে সোহেল রানা, শি¶ক প্রতিনিধি হিসেবে
শি¶কদের ভোটে আব্দুল ওহাব ও ময়নুল ইসলাম এবং মহিলা শি¶ক প্রতিনিধি
হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় মুক্তা হেনা নির্বাচিত হন। অপরদিকে সংর¶িত
মহিলা ছাত্র অভিভাবক সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় রাজিয়া সুলতানা
নির্বাচিত হয়েছেন।
উল্লেখ,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা
ছিল ২৭০ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মান্দা
উপজেলা সহকারী মাধ্যমিক শি¶া অফিসার পবিত্র কুমার সরকার।
