বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

কুমিল্লায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

কুমিল্লায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে তরুণী নিহতদুর্ঘটনাকবলিত প্রাইভেটকার কুমিল্লা: কুমিল্লায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জাহানারা আক্তার (১৭) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম।  
তিনি জানান, দীর্ঘদিন সপরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে। তাই গতকাল রাতে বিমানে বাংলাদেশে আসেন। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে চড়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন তারা।  

ভোর সাড়ে ৪টায় পদুয়ায় বাজার ইউটার্নে এলে একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত হন জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন। তাদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ কর্মকর্তা বলেন, মরদেহ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক থানায় রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।