মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকার বায়ুর মানে উন্নতি, দূষণে শীর্ষে মুম্বাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

 বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মানে আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। ১৫৬ স্কোর নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ সময় দুপুরে আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে ঢাকা।
এর আগে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ২০০-এর বেশি স্কোর নিয়ে ঢাকার বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর। কোনো কোনো দিন ৩০০-এর বেশি স্কোর নিয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছায় ঢাকার বাতাস।
সোমবার দুপুর ১২টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের মুম্বাই। ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং।
এছাড়া ১৬০ বা তার বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে অষ্টম স্থানে রয়েছে ভারতের দিল্লি, চীনের সেনইয়াং, ভারতের কলকাতা, কিরগিজস্তানের বিসেক, ইরাকের বাগদাদ এবং চীনের চেংডু।
আরও পড়ুন: ‘শব্দদূষণে মানুষ বধির হচ্ছে, আইনের প্রয়োগ নেই’ 
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
আরও পড়ুন: ইটভাটায় বছরে পোড়ে ৫৬ লাখ টন কয়লা

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।