খাগড়াছড়ি তপোবন আশ্রমের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
খাগড়াছড়ি তপোবন আশ্রমের, ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের আদর্শ উদ্দেশ্য লালন-পালন ও ধারণের মাধ্যমে জগতের সকল প্রাণের মঙ্গল কামনায় ২দিন দিনব্যাপী মহতী ধর্মসভা শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ নানা মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ,
উক্ত অনুষ্ঠানে হাজার হাজার পূন্যার্থী সমাগমে খাগড়াছড়ি তপোবন আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে,সার্বিক অনুষ্ঠানমালার, পৌরহিত্য করেন আশ্রমধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ,অনুষ্ঠানমালার মধ্যে ছিলেন তপোবন সঙ্গীত, গুরু মহারাজের জীবনীলেখা আলোচনা, দীক্ষাদান, শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ, ও শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন,
