বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

কালীগঞ্জে ডিজিটাল প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

গাজীপুরের কালীগঞ্জে সেন্ট মেরী’স গার্লস স্কুল এন্ড কলেজে
আন্তঃ স্কুল বিজ্ঞান ভূগোল গার্হস্থ্য ডিজিটাল প্রযুক্তি চিত্রমেলা এবং শিক্ষা সাংস্কৃতিক ও
বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সকাল থেকে দিনব্যাপী স্কুলের বিভিন্ন শ্রেণীর
শিক্ষার্থীরা শিক্ষা সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
ফাদার আলবিন গমেজের সভাপতিত্বে ও প্রভাষক আশরাফী সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ
চুমকি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিকজামান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও
মেয়র এস এম রবীন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। এই শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে দেশের
সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এক সময় তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে
গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই আশা করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষা
প্রতিষ্ঠানে বিজ্ঞান ভূগোল গার্হস্থ্য ডিজিটাল প্রযুক্তি চিত্রমেলা এবং শিক্ষা সাংস্কৃতিক ও
বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে পরিচিত করে
তুলতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং
আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কালীগঞ্জে ট্রেনের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সংঘর্ষ, ৭ ঘন্ট ট্রেন চলাচল

বিঘ্নিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জের দড়িপাড়া রেলক্রসিংএ চলন্ত ট্রেনের সঙ্গে প্রাণ
কোম্পানীর দুধ পরিবহনকারী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে প্রায় ৭ ঘন্টা ঢাকা-ভৈরব রেল পথে ট্রেন চলাচল
বিঘ্নিত হয়। শনিবার মাঝরাতে টঙ্গী-ভৈরব রেল সড়কে দড়িপাড়া রেলক্রসিং এ সিলেটগামী সুরমা মেইল
ট্রেনের সঙ্গে প্রাণ কোম্পানীর দুধ বহনকারী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়।
সরেজমিনে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌণে ২টার দিকে দড়িপাড়া রেলক্রসিং এ রেল গেইট বন্ধ
করার সময় দ্রুত রেল ক্রসিং অতিক্রম করার জন্য অনুরোধ করেন প্রাণ মিল্কের ট্যাঙ্কারের ড্রাইভার। পরে
ট্যাঙ্কারটি রেলক্রসিং অতিক্রম করার সময় সড়কে আটকে যায়। তখন পূবাইল রেলস্টেশন অতিক্রম করে সুরমা
মেইল ট্রেন দড়িপাড়া রেলক্রসিং এলাকায় আসতেছিল। এদিকে ট্যাঙ্কারটি রেল ক্রসিং থেকে সরানোর
চেষ্টা করেও ব্যর্থ। এতে ট্রেনের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হলে ট্রেনের ধাক্কায় ট্যাঙ্কারটি ¶তিগ্রস্ত হয়।
এতে ট্যাঙ্কারটি রেলের সাথে লাইনে আটকে যায়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ভোরে প্রথমে
ভৈরবগামী লাইন স্বাভাবিক করে। এরপর সকাল নয়টার দিকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেন,
রাতে কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে প্রাণ দুধের একটি ট্যাঙ্কার বিকল হয়ে যায়। পরে সুরমা
মেইল ট্রেনের সঙ্গে ওই ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। সকালে ট্যাঙ্কারটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন
চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের আগেই ট্যাঙ্কারে থাকা চালক ও অন্যরা নেমে যায়, ফলে এতে হতাহতের
কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আড়িখোলা রেলওয়ে ষ্টেশন মাস্টার এসএম কামরুল ইসলাম বলেন, রাত পৌনে ২টার দিকে
সিলেটগামী সুরমা মেইল ট্রেনের সঙ্গে প্রাণ দুধের একটি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঢাকা-ভৈরব
রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে প্রথমে ভৈরবগামী লাইন স্বাভাবিক
করে। সকাল ৯টার দিকে ঢাকাগামী লাইনেও‌ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভোরে প্রথমে ভৈরবগামী লাইন
স্বাভাবিক হলে ঢাকা ঢাকা থেকে ছেড়ে আসা যাওয়া ট্রেন চলাচল শুরু হয়।