বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন : প্রায় ৪ হাজার অগ্নিকাণ্ড সিগারেটের আগুন থেকে
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কড়াইল বস্তিতে আজ বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।dhakapost
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।