বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন বিএমটিএ খাগড়াছড়ি ,রাঙ্গামাটি  ও বান্দরবান প্রতিনিধিদের নিয়ে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটি বড়গাঙ রেষ্টুরেন্টে ।
এসময় সকালে রাঙ্গামাটি বড়গাঙ রেষ্টুরেন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় তিন পার্বত্য জেলার মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এর প্রতিনিধিরা
এতে বক্তরা বলেন ভয়ংকর করোনা মহামারিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে মানুষের সেবা করে গেছে আশা রাখছি সামনে মেডিকেল টেকনোলজিস্টদের সব আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

 এসময়  বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন বিএমটিএ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো আলমগীর হোসেন, টেকনোলজিষ্ট এসোসিয়েশন বিএমটিএ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোহন সহ তিন পার্বত্য জেলার মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এর  সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।  

পরে অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের তিন পার্বত্য জেলার সকল সদস্যদের নিয়ে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।