মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ ছুটির দিনে জমজমাট বইমেলা, শিশুপ্রহরে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শনিবার সকাল ১১ টা, এবছরের বইমেলার শেষ ছুটির দিন। বইমেলার ফটক খোলার সাথে সাথেই শিশুদের কলরব। বাবা-মায়ের হাত ধরে মেলায় প্রবেশ খুদে দর্শনার্থীদের। ছুটির দিনে সকালেই জমে উঠেছে শেষ সপ্তাহের বইমেলা। পাঠক ক্রেতার ভিড়ে মুখর মেলা প্রাঙ্গন।ছুটির দিনে শিশুচত্ত্বর জমে ওঠে কচিকাঁচাদের উচ্ছ্বাসে। সিসিমপুরের হালুম, ইকরি আর সিপু'র সাথে আনন্দে মেতে ওঠে বইমেলার শেষ শিশুপ্রহরে। এক স্টল থেকে অন্য স্টলে খুদে পাঠকেরা খুঁজে নেয় গল্প, কবিতা, কমিকস সহ পছন্দের সব বই।নাগরিক ব্যস্ততার মাঝে আনন্দমুখর সময়ের পাশাপাশি শিশুদের হাতে বই তুলে দিতে পেরে স্বস্তি অভিভাবকদের। তবে শিশুতোষ অনেক বই-ই মেলায় পাওয়া যাচ্ছে না বলেও রয়েছে আক্ষেপ।মেলায় শিশু কর্ণারে বইয়ের স্টল ৭১টি। তাদের পছন্দের শীর্ষে ভূতের গল্প। চাহিদা রয়েছে সায়েন্স ফিকশন, কমিকসসহ ছবি আঁকার বইয়ের। এবারের বইমেলার শেষ ছুটির দিনে শিশু-কিশোরদের পাশাপাশি বড়দের সমাগমও ছিলো চোখে পড়ার মতো।মেলার শেষ সপ্তাহে ক্রেতাদের ভিড় ও বিক্রি দুটোই বেড়েছে বলে জানান বিক্রেতারা। বেলা যতো গড়ায় বাড়ে মেলায় সব বয়সি মানুষের ভীড়। প্রবেশ পথগুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বাড়তি নজরদারী।