বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

পঞ্চগড় সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশিত : ১১:২৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

পঞ্চগড় সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৩-ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের প্রান্তিক এলাকা বড়কামাতের স্যালিল্যন্ট টি গার্ডেন বাংলোয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাকিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পঞ্চগড় সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল লতিফ মিঞা, সদর থানা পুলিশের উপ পরিদর্শক এসআই আব্দুল কাইয়ুম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় সাধারণ মানুষ। এ সময় স্থানীয় সাধারণ মানুষ এলাকার বিভিন্ন ধরনের অপরাধের তথ্য তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম ও সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা সাধারণ মানুষের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। এলাকায় মাদক, জুয়া সহ সকল ধরনের অপরাধ নির্মূলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি যে কোন অপরাধের তথ্য পুলিশকে নির্ভয়ে জানানোর অনুরোধ করেন। আমন্ত্রিত অতিথিরা আরো বলেন, জরুরি সেবার নম্বর ৯৯৯ এ যে কোন সময় ফোন দিয়ে আপনারা সাধারণ মানুষ সেবা পেতে পারেন। এছাড়া যে কোন অপরাধের তথ্য দিতে যে কোন সময় ফোন দিয়ে যোগাযোগ করতে বলা হয়। সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা বলেন, একসময় সেবা পেতে সাধারণ মানুষকে পুলিশের কাছে যেতে হত। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের কাছে আসতেছি। পুলিশের সেবা পেতে দালালের প্রয়োজন নেই। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চলমান। আপনারা সেখান থেকে সেবা পেতে পারেন। মোবাইল অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে থানায় জিডি করতে পারবেন। যে কোন অপরাধ দমনে আমরা বদ্ধপরিকর। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবো। এ সময় মোঃ রাকিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পঞ্চগড় সদর সার্কেল, বিভিন্ন ধরনের অপরাধের ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি সাধারণ মানুষ অপরাধীদের থেকে কিভাবে নিরাপদে থাকবে এবিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সাধারণ মানুষের সচেতনতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা সভা শেষ করেন।