২২তম দিনে জমজমাট বইমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
অমর একুশে বই মেলা জমজমাট হয়েছে ২২তম দিনে। বুধবারে (২২ ফেব্রুয়ারি) নতুন ৬৪ টি নতুন বই প্রকাশ হয়েছে। এবার মেলায় এখন পর্যন্ত ২৬৪৮টি নতুন বই এসেছে।
তবে এসবের বেশিরভাগই কবিতার বই।সর্বসাধারণের জন্য মেলার ফটক বেলা ৩টায় খুলে দেওয়া হয়। এর পর পাঠক ও দর্শনার্থীরা ভিড় করে স্টলে স্টলে। পছন্দের লেখকের তালিকায় হুমায়ূন আহমেদ, আনিসুল হক, ইমদাদুল হক মিলন, শাহাদাত হোসেনের উপন্যাস বেশি বিক্রি হচ্ছে।
এর পাশাপাশি ক্লাসিক উপন্যাস, কবিতা, ছড়া, সাইন্সফিকশন ও বিজ্ঞানের বইও বিক্রি হচ্ছে।বইমেলার পর্দা নামতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তাই শেষ সময়ে বেচা-বিক্রিও ভালো হচ্ছে বলে জানান প্রকাশক ও বিক্রেতারা।
