ভক্তের মুখে ঘুষি মারলেন নেইমার! (ভিডিও)
প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রোববার

খেলায় হেরে মাঠ থেকে সাজঘরে ফিরছিলেন ব্রাজিল তারকা নেইমার। হঠাৎ এক ভক্তের মুখে ঘুষি দিয়ে বসেন। তার এমন কাণ্ডে বোকাবনে যান ওই ভক্ত।
শনিবার রাতে কোপা দি ফ্রান্সে লিগ ওয়ানের শিরোপাজয়ী পিএসজিকে হারিয়েছে রেনে।
ম্যাচে ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হয়। ট্রাইব্রেকারে শিরোপা জেতে রেনে।
যদিও ম্যাচের শুরুতেই চমক দেখিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ম্যাচের মাত্র ১৩তম মিনিটে নেইমারের কর্নারে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন দানি আলভেস।
এর পর ২১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার নিজেই।
তবে শেষমেষ রেনের কাছে হেরে নেইমার বিমর্ষ ছিলেন। এর পর খেলা শেষে সাজঘরে ফিরছিলেন তিনি। গ্যালারির ভেতরের সিঁড়ি বেয়ে সাজঘরে যাচ্ছিলেন পিএসজির অন্য ফুটবলাররা। ভক্তদের আবদার মিটিয়ে হাতে হাতও মেলাচ্ছিলেন তারা।
কিন্তু এক ভক্ত সম্ভবত নেইমারের কাছে সেলফির আবদার করেন। নেইমার রাজি না হতেই তিনি কিছু একটা বলেন। আর তখনই নেইমার তার মুখে একটা ঘুষি বসিয়ে দিয়ে ও পরে উঠে যান।
এর আগে নেইমার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির হারের ম্যাচে রেফারিকে গালি দেন ইনস্টাগ্রামে। উয়েফা শাস্তি স্বরূপ আগামী মৌসুমের গ্রুপ পর্বের তিন ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে।
এর আগে নেইমার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির হারের ম্যাচে রেফারিকে গালি দেন ইনস্টাগ্রামে। উয়েফা শাস্তি স্বরূপ আগামী মৌসুমের গ্রুপ পর্বের তিন ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে।