বাংলাদেশ বেকার সম্প্রদায়ের আহবায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
বেকারের অধিকার আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেল বাংলাদেশ বেকার সম্প্রদায়ের জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটি। জুলহাস উদ্দিন সোহাগকে আহবায়ক এবং মোঃ নাজমুল হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক - বঙ্কিম চন্দ্র সরকার।
বাংলাদেশ বেকার সম্প্রদায়ের জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যরা হলেন, ১। আহবায়ক - জুলহাস উদ্দিন সোহাগ, ২। যুগ্ম-আহবায়ক - মুক্তার হোসেন, ৩। যুগ্ম-আহবায়ক - মোঃ জাহাঙ্গীর আলম, ৪। যুগ্ম-আহবায়ক - মো: মোশারফ হোসেন, ৫। সদস্য সচিব - মো: নাজমুল হোসেন, ৬। সদস্য - মো: মাসুদ হোসেন, ৭। সদস্য - মো: হাসমত আলী, ৮। সদস্য - মো: সাদেকুর রহমান সাদেক, ৯। সদস্য - মো: কাজল আহাম্মেদ, ১০। সদস্য - মো: রফিক মিয়া এবং ১১। সদস্য - মোহাম্মদ রাসেল উদ্দিন।
বাংলাদেশ বেকার সম্প্রদায়ের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: আল কাওছার এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল আলমের সভাপতিত্তে কার্যনির্বাহী বৈঠকের মাধ্যমে ও সকলের সম্মতিতে জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। সভা শেষে জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ বেকার সম্প্রদায়। সারাদেশের লাখ লাখ বেকারের কর্মসংস্থান এবং বেকারদের জন্য ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষে সক্রিয় আন্দোলন এবং গণসংযোগ করে যাচ্ছেন এই সংগঠনটি। ইতিমধ্যে দেশের নানান মিডিয়ায় নজর কেড়েছেন তারা। সভা শেষে সভাপতি এবং সাধারণ সম্পাদক নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের আন্তরিক প্রাণঢালা অভিনন্দন জানান। ঐক্যবদ্ধ হয়ে দেশের বেকারদের কল্যাণে কাজ করার আহ্বান জানান সকল সদস্যদের।
