মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কিশোরগঞ্জ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোহাম্মদ রুবেল

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসার মোঃ শামছুল হক। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বছর কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় আগামী ২০ ফেব্রুয়ারি ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে ৪ লাখ ৯৬ হাজার ৭১৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।