বেনাপোলে ২৮৭ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রোববার
সীমান্ত এলাকা যশোরের বেনাপোলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮৭ বোতল ফেনসিডিল সহ নজরুল বিশ্বাস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নজরুল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রবিবার ভোরে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিনের সামনে পাকা রাস্তার উপর নজরুল নামে এক ইজিবাইক চালক ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ইজিবাইকের মধ্যে তল্লাশি চালিয়ে ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
