হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রোববার
হকারদের জন্য অবিলম্বে একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবি জানিয়েছে হকারদের বিভিন্ন সংগঠন।শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর ১০ নম্বর গোল চত্বরে লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ হকার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন বলেন, নগরীর ব্যস্ততম এলাকায় হকাররা তাদের পণ্যের পসরা নিয়ে বাজার ব্যবস্থা গড়ে তুলেছেন এবং বিভিন্ন মৌসুমে তাদের সংখ্যায় যেমন পুরুষ রয়েছে তেমনি নারী হকারও রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে বিনা নোটিশে অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হয়। এছাড়া স্বল্প আয়ের মানুষদের সস্তা কেনাকাটার প্রতি আগ্রহ বিবেচনা না করেই ফুটপাত এবং কর্মক্ষেত্র নষ্ট করা হচ্ছে বারবার। আমরা এর সমাধান চাই। সরকারের সঙ্গে হকারদের বৈঠকের সুযোগ চাই।
লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী বলেন, এদেশে হকারদের কর্ম ও জীবনের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, স্বার্থ রক্ষার কোনো আইন নেই। অথচ এর বিপরীতে এসব মেহনতী মানুষকে জীবিকা নির্বাহের মেহনত থেকে সরিয়ে দেওয়ার মতো মানবতাবিরোধী কিছু আইন আছে, আছে হয়রানি। ভারতের ফুটপাত খাদ্যের মূল্য ও মানের আন্তর্জাতিক সুনাম রয়েছে। অথচ আমরা এই সুযোগ পাই না।
এ সময় হকার সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন, পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ বন্ধ, হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য হকারদের নিবন্ধনের আওতায় আনাসহ বেশ কিছু দাবি জানানো হয়।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সদস্য সচিব হারুন-উর-রশিদ প্রমুখ।
