চাঁপাইনবাবগঞ্জ সোমবার থেকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে। জেলার প্রত্যেকটি উপজেলার (সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা) ১ হাজার ১৫৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। তিনি বলেন, এবার জেলায় ২ লাখ ১৮ হাজার ৭১ জন শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১ থেকে ৫ বছর (১২-৫৯ মাস) বয়সী ১ লাখ ৯১ হাজার ৬১৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে নিয়োজিত থাকবেন ৩ হাজার ৪৮৩ জন স্বেচ্ছাসেবী।
এসময় মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
